হাওড়া, ১৪ জুলাই:- ভ্যাকসিনের টোকেন নিয়ে ফের উত্তেজনা হাওড়ায়। বুধবার মধ্য হাওড়ায় পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টোকেন না থাকায় অনেকে ভ্যাকসিন না পেয়েই ফিরে যান। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। টোকেন কিভাবে কোন উপায়ে কারও কারও হাতে পৌঁছে যাচ্ছে এই নিয়ে সরব হন অনেকে। এ ব্যাপারে রঞ্জিতা সাউ বলেন, ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে এসেছি। কিন্তু এগারোটা নাগাদ জানানো হলো এখানে ভ্যাকসিন দেওয়া হবে না। ভ্যাকসিন দেওয়া হচ্ছে বেলিলিয়াস লেনে।
এখানে এলে বলা হয় টোকেন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। নিজেদের লোকেরা ছাড়া কাউকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি। ভ্যাকসিন নিতে আসা সুস্মিতা মন্ডল দাস জানান তার স্বামী কুপন জোগাড় করে দিয়েছেন। সেটি নিয়েই তিনি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসেছেন। ভ্যাকসিন নিয়ে এই ক্ষোভ প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য জানান, এগুলো হওয়া কাম্য নয়। তাঁরা হাওড়াবাসীর কাছে দায়বদ্ধ। সকল মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। হাওড়ার সকল বাসিন্দারা ভ্যাকসিন পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি।