এই মুহূর্তে কলকাতা

সম্পূর্ণ আইন মেনেই পি,এ,সির চেয়ারম্যান নির্বাচন হয়েছে , জানালেন অধ্যক্ষ।

কলকাতা, ১৩ জুলাই:- পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিরোধী বিজেপির যে আট জন বিধায়ক বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। পরীক্ষা করে দুই একদিনের মধ্যে সব জানানো হবে বলে তিনি জানান। প্রসঙ্গত আগামী শুক্রবার বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে অধ্যক্ষ যে বৈঠক ডেকেছেন তার আগেই বিজেপি বিধায়করা এই পদ থেকে ইস্তফা দিলেন। এই প্রসঙ্গে অধ্যক্ষ জানান তারা রাজ্যপাল বা রাষ্ট্রপতি কাছেও অভিযোগ জানাতে পারেন। লোকসভায় যে উপাধ্যক্ষ নির্বাচন হচ্ছে না সেটা নিয়ে কি বিজেপি দাবি তুলবে সেই প্রশ্নও তুলেছেন তিনি।