জেলা এই মুহূর্তে

পরিস্থিতির জেরে রথে নয় , তারকেশ্বরের ইসকনে টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন জগন্নাথ।


মহেশ্বর চক্রবর্তী , ১২ জুলাই:- করোনা অতিমারি প্রভাব এবার রথযাত্রাতেও দেখা গেলো। করোনা পরিস্থিতির জেরে রথে নয়, টোটোয় চেপে ভক্তের বাড়ি গেলেন ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা।এই দৃশ্য দেখা গেলো হুগলি জেলার তারকেশ্বরের ইসকনে। জানা গিয়েছে ভক্তের বাড়িতে সাতদিন ধরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলবে রথ যাত্রার অনুষ্ঠান। তারকেশ্বরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইসকন মন্দির থেকে প্রায় তিন কিমি দূরে নতুন গ্রামে ভক্ত শঙ্কর আদক শ্রীরাম কৃষ্ণ দাসের বাড়ি টোটো করে নিয়ে যাওয়া হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে। করোনা পরিস্থিতির আগে বিগত বছরগুলিতে পুরশুড়া থেকে তারাকেশ্বর পযন্ত দীর্ঘ বারো কিমি বিশাল শোভাযাত্রা করে রথ যাত্রা অনুষ্ঠিত হতো। কিন্তু গত বছরও করোনা পরিস্থিতির কারণে ভক্তের বাড়িতে এ ভাবেই নিয়ে যাওয়া হয়েছিল জগন্নাথ বলরাম সুভদ্রাকে। চলতি বছরও করোনা পরিস্থিতি অব্যাহত থাকায় এবং প্রশাসনিক বিধিনিষেধকে মান্যতা দিয়ে সরকারি স্বাস্থ্য বিধি মেনে তারকেশ্বর ইসকন মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়।এদিন তারাকেশ্বর ইসকন মন্দিরে সকাল থেকেই রীতি নীতি মেনে পূজা অর্চনা করা হয়। ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয়।

এরপর বিকালে রথ যাত্রার রীতি নীতি মেনে এবং করোনা বিধি মেনে তারাকেশ্বর ইসকন মন্দির থেকে টোটো করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা কে নিয়ে যাওয়া হয় ভক্তের বাড়ি। সেখানে সাত দিন নাম সংকীর্তন এবং ভোগ নিবেদনের মধ্যে দিয়ে পালিত হবে রথ যাত্রার বিভিন্ন ধর্মীয় আচার আচরণ ও অনুষ্ঠান। সাত দিন পর পুনরায় টোটো করে ইসকন মন্দিরে ফিরিয়ে আনা হবে জগন্নাথ বলরাম শুভদ্রাকে বলে জানিয়েছে তারকেশ্বর ইসকন কর্তৃপক্ষ। এই বিষয়ে তারকেশ্বর ইসকন মন্দিরের মহারাজ তথা হুগলি জেলা প্রচারক আত্মানন্দ গৌরদাস জানান,করোনা পরিস্থিতিতে সরকারি বিবি নিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে আমরা রথযাত্রা করছি। তবে রথের দড়ি টানা হচ্ছে না। টোটো গাড়িতে করে তারকেশ্বর ইসকন মন্দির থেকে নতুন গ্রামে এক ভক্তের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে হরিনাম সংকৃত্তনসহ নানা ধর্মী অনুষ্ঠান হবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এবার টোটো গাড়িতে সম্পর্ন হয়, যা দেখতে ভক্তদের সমাগম দেখা যায়।তবে পুরো অনুষ্ঠানটি সামাজিক দুরত্ব বজায় রেখে হয়।