সুদীপ দাস, ১২ জুলাই:- ভূয়ো মানবাধিকার সংগঠনের কর্ণধার সনাতন রায়চৌধুরীর ন্যায় আরও এক প্রতারক পুলিশের জালে। ধৃতের নাম রঞ্জন সরকার। হুগলীর চুঁচুড়া থানার হৃষিকেশ পল্লীতে বিগত কয়েকবছর ধরে একটি বাড়ির দোতলা ভাড়া নিয়ে ছিলো রঞ্জনের অফিস। সেই অফিসেই আনাগোনা ছিলো রঞ্জনের। মাঝেমাঝেই দেহরক্ষী পরিবর্তন করতো রঞ্জন। পাশাপাশি একাধিক চারচাকা ও দামী বাইক দেখা যেত সেই অফিসে। চারচাকা গাড়িতে ছিলো নীলবাতি। সম্প্রতি ভূয়ো আইএএস দেবাঞ্জন ও ভূয়ো হিউম্যান রাইটস নামক সংগঠন চালানো সনাতন গ্রেফতার হওয়ার পর চারচাকা গাড়ি থেকে নীলবাতি খুলেছিলো রঞ্জন। সম্প্রতি সব চারচাকা ও বাইকে প্রেস স্টিকার লাগিয়েছিলো রঞ্জন।
রবিবার রাতে হুগলী মোড়ে রঞ্জনের অফিসে থাকা এক ব্যাক্তিকে প্রেস লেখা একটি স্কুটি সহ আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরই সোমবার দূপুর পৌনে আড়াইটা নাগাদ ঋষিকেশ পল্লীর ওই বাড়িতে হানা দেয় পুলিশ। একই সাথে হানা দেয় চুঁচুড়া পিপুলপাতির কাছে মল্লিকবাটি স্কুলের সামনে রঞ্জনের বাড়িতেও। রঞ্জনের বাড়ি ও অফিস থেকে মোট চারটি দামী চারচাকা গাড়ি ও চারটি বাইক আপাতত পুলিশ আটক করেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি-১ মৌমিতা সাহার নেতৃত্বে পুলিশ বাহিনী রঞ্জনের অফিসে তল্লাসি চালাচ্ছে।