এই মুহূর্তে জেলা

রথের পূর্ণলগ্নে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়লো চন্দননগরে।

সুদীপ দাস, ১২ জুলাই:- পূজো নিয়ে অনিশ্চয়তার মাঝে রথ যাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোর ঢাকের কাঠি পরলো। এবছর হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে চন্দননগরের মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। অন্যান্য বছর পুজোর একটু দেরিতে কাজ শুরু হলেও এ বছর তাদের পুজো হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করায় কোভিডকে থোড়াই কেয়ার করে মহাসমারোহে রথের দিন খুঁটি এবং কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। যদিও কোভিডের থার্ড ওয়েব আসন্ন। হার্ড ওয়েব নিয়ে সতর্কবাণী শোনাচ্ছে ডাক্তাররা। এখনো দুর্গাপূজা নিয়ে অনিশ্চিয়তার মাঝেই মহাসমারোহে কাঠামো এবং খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এদিন।

যদিও এই প্রসঙ্গে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাও-এর বক্তব্য আমরা এখনও পুজো সম্পর্কে কোন বৈঠক করিনি। তবে আমরা চেষ্টা করব গত বছরের মতোই অনাড়ম্বরে পুজো অনুষ্ঠিত করতে। এরপর রাজ্য সরকার কি নির্দেশ দেয় তার দিকে ও আমরা চেয়ে রয়েছি। যদিও এই কর্মসূচি প্রসঙ্গে পুজো কমিটির বক্তব্য আমরা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির নির্দেশ মেনেই চলি।তবে এবার আমাদের হীরক জয়ন্তী বর্ষ থাকায় গোটা বছর জুড়ে আমরা সামাজিক কাজ করে চলেছি। আজও আমারা ৬০ জন হকারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলাম।