এই মুহূর্তে জেলা

মোদীকে গঙ্গায় ভাসিয়ে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ চুঁচুড়ায়!

সুদীপ দাস, ১১ জুলাই:- পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রীর নির্দেশ মত শনি ও রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসুচী গ্রহন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার হুগলী লোকসভা কেন্দ্রিক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গরুর গাড়ি প্রদর্শন, পথ নাটিকা এবং সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল গঙ্গায় ভাসিয়ে অভিনব প্রতিবাদ জানানো হল। এদিন প্রথমে চুঁচুড়ার চকবাজার থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। গরুর গাড়িতে মোদীর কুশপুতুল চাপিয়ে এই মিছিল চুঁচুড়া গঙ্গার ধার হয়ে চুঁচুড়া থানার কাছে একটি পেট্রোল পাম্পে এসে উপস্থিত হয়। সেখানে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা।

যুব নেতা ইমরানুল হক, দিব্যেন্দু ঘোষের পাশাপাশি এই কর্মসুচীতে উপস্থিত হন শহরের প্রাক্তন উপ-পুরপ্রধান অমিত রায়, তৃণমূল নেতা সেখ বুলবুল সহ অন্যান্য নেতৃত্বরা। পেট্রোল পাম্পে গ্যাস সিলিন্ডারের ছবি এঁকে ও একটি পথ নাটিকা প্রদর্শন করেন তৃণমূলের ছাত্র সংগঠন প্রতিবাদ জানায়। সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল গরুর গাড়িতে চাপিয়ে চুঁচুড়ার অন্নপূর্না ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে মোদীর কুশপুতুল গঙ্গায় ভাসিয়ে দেন যুব নেতারা। এবিষয়ে যুব নেতা ইমরানুল হক বলেন উত্তরপ্রদেশে বহু মানুষের মরদেহ গঙ্গায় ভাসানো হয়েছে। যেভাবে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি হচ্ছে ২০২৪ সালের ভোটে প্রধানমন্ত্রীকেও মানুষ উত্তরপ্রদেশের ন্যায় গঙ্গায় ভাসিয়ে দেবে।