সুদীপ দাস , ১১ জুলাই:- ঘড়ির কাঁটায় তখন প্রায় ১২টা। হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পরে একটি গোসাপ। সাধারনের আতঙ্ক কাটাতে তথাকথিত এলাকারই কিছু উদ্যোমী যুবক হিরো হওয়ার স্বার্থে শুরু করে ইটবৃষ্টি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রকৃতিপ্রেমী চন্দন ক্লেমন্ট সিং। চন্দনের হস্তক্ষেপে উদ্ধার হয় গোসাপটি। তারপর গঙ্গাতীরে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয় বিরল এই সরীসৃপটিকে। রবিবার এমনই ঘটনায় শোরগোল পরে যায় চুঁচুড়ার চকবাজার কাঠঘরা লেন এলাকায়। এদিন বেলার দিকে ওই গোসাপটি স্থানীয় মেথর পুকুর সংলগ্ন এলাকায় ঢুকে পরে। গোসাপটিকে দেখে এলাকায় হুড়োহুড়ি পরে যায়। কেউ কেউ আবার সরীসৃপটিকে কুমীর ভেবে বসে।
ইতিমধ্যে বেশকিছু যুবক গোসাপটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। নিজের প্রান বাঁচাতে গোসাপটি পুকুর পাড়ের একটি গর্তে আশ্রয় নেয়। খবর পেয়ে এক সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেলের প্রকৃতিপ্রমী চন্দন ক্লেমেন্ট সিং। এরপর ওই গর্ত থেকে গোসাপটিকে উদ্ধার করে চন্দন। আতঙ্ক মুক্ত হয় এলাকাবাসীরা। সেটিকে বস্তায় পুরে চকবাজার চাঁদনীঘাট সংলগ্ন গঙ্গাপাড়ে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। চন্দন বলেন মানুষের এখনও সচেতন হওয়া প্রয়োজন। এইসমস্ত প্রানীদের প্রকৃতিতে বেঁচে থাকা দরকার আছে। মানুষই তাদের জায়গা দখল নিচ্ছে বলে তারা মানুষের জায়গায় চলে আসছে।