এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, হাওড়ায় বাইককে খাটে তুলে প্রতীকী শবযাত্রা করল তৃণমূল। পোড়ানো হলো মোদীর কুশপুতুল।

হাওড়া, ১০ জুলাই:- হাওড়াতেও পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে। সেই পরিস্থিতিতে আমজনতার সাধের ব্যক্তিগত পরিবহন মোটরবাইকও মারা গেছে পেট্রোলের দামের চাপে। সেই ‘মৃত’ বাইকের শেষকৃত্যের আয়োজন করল তৃণমূল। বাইককে খাটে তুলে, তার শবযাত্রা করে প্রতীকী প্রতিবাদ দেখাল তৃণমূল। পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হলো।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে শনিবার সকালে হাওড়ার ১১৭ নম্বর জাতীয় সড়ক কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের কাছে একটি পেট্রল পাম্পে মৃত বাইকের অন্তেষ্টিক্রিয়া ও প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর মধ্যে দিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদে শামিল ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় ও দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নন্দিতা চৌধুরী। শনি ও রবিবার দুই দিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের বিক্ষোভ চলবে।