এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে তৃণমূলের প্রাক্তন পুরপিতা।

হাওড়া, ১০ জুলাই:- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে হাওড়ার বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আজ ও আগামীকাল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে।

হাওড়া শহর জুড়ে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। শনিবার সকালে বেলুড়ে ৫৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ মোষের গাড়িতে চেপে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে এক অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হন। বেলুড়ের বিভিন্ন জায়গায় মোষের গাড়ি চেপে প্রতিবাদ বিক্ষোভ জানান তিনি।