এই মুহূর্তে কলকাতা

কর ছাড়ে ১৫০ কোটি টাকা লোকসান সরকারের , জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা, ৯ জুলাই:- বাজেটে কর ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকারেরর ১৫০ কোটি টাকার লোকসান হবে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। শারিরীক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্রের পরিবর্তে রাজ্য বিধানসভায় আজ ফিনান্স বিলের জবাবী ভাষণে পার্থবাবু বলেন, বর্তমান অতিমারি পরিস্থিতিতে বহু মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমানো ও রোড ট্যাক্স মুকুব করায় কিছুটা সুবিধা হবে। পরিষদীয় মন্ত্রী জানান, এই পরিস্থিতিতে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে। এদিকে অতিরিক্ত ঋণ নেওয়া প্রসঙ্গে পার্থবাবু বলেন, বাধ্য হয়ে এই ঋণ নিতে হয়েছে। কারণ সরকার পরিবর্তন হয়। পূর্ববর্তী সরকারের দায় পরবর্তী সরকারকেই নিতে হয়। তবে মানুষের স্বার্থে উন্নয়ন আটকে রাখা যাবে না।

তাই বাধ্য হয়ে ঋণ নিতে হয়েছে। কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে ঋণ নিলেও তা রাজ্যের মধ্যেই। রাজ্য সরকার ঋণ পরিশোধের পাশাপাশি মানুষের উন্নয়ন করবে। বিলের ওপর আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকারের রাজস্ব আদায়ে অনেক ত্রুটি আছে এবং সেটা নজর দেওয়া প্রয়োজন। এরজন্য মোটর ভেহিকল, এক্সাইজ সহ বিভিন্ন কর আদায়ের ব্যবস্থা করা দরকার। তিনি আরও জানান, বিধানসভায় ২০১৭ সাল থেকে ক্যাগের রিপোর্ট পেশ এবং ২০১২ সাল থেকে জিটিএ অডিট হয়নি। এবিষয়ে নজর দেওয়া ও কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া ২ হাজার কোটি টাকার ঋণ ফেরত দেওয়ার প্রতি শ্রী অধিকারী বিশেষ জোর দেন। আলোচনা শেষে ধ্বনি ভোটে বিলটি পাশ হয়।