কলকাতা, ৯ জুলাই:- অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় চলতি অধিবেশনের শেষ দিনে দ্বিতীয়ার্ধে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে ফিরে আসা বিধায়ক মুকুল রায় কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধী বিজেপি পরিষদীয় দল সভায় তীব্র হট্টগোল করে পরে সভা থেকে ওয়াকআউট করে। উল্লেখ্য বিজেপির তরফে বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবীদ অশোক লাহিড়ীর নাম এই পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। সপ্তদশ বিধানসভার অধিবেশনের আজ শেষ দিন।
এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে এদিন বিধানসভা ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা। বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আমি ৬৪ পাতার অভিযোগ স্পিকারের কাছে জমা দিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তৃণমূল জোর করে পিএসি কমিটিতে থাকার কথা জানিয়েছে। মুকুল রায় বিধায়ক থাকবেন না। তাই তাঁর পিএসি চেয়ারম্যান পদে থাকার কোনও প্রশ্ন থাকে না।