কলকাতা, ৯ জুলাই:- পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অপব্যবহারের কারণেই বিধানসভা থেকে মুছে গেছে সিপিআইএম তথা বামেরা। এবারের বিধানসভা বাম শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা আক্ষেপের সুরেই এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিধানসভায় নিজের ঘরে বিধানসভা বাম এবং কংগ্রেস শূন্য হয়ে যাওয়ার জন্য আক্ষেপের সুর রাজ্য বিধানসভার অন্যতম প্রবীণ সদস্য সুব্রত বাবুর গলায়। একদা দোর্দণ্ড প্রতাপ বামফ্রন্টের এই দুরাবস্থার কারণ নিজের মতো করে এদিন ব্যাখ্যা করেছেন সুব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন, বিধানসভার সিপিএম নেই তার প্রধান কারণ পঞ্চায়েত ব্যবস্থার অপব্যবহার। আমরা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে গেলাম আর বামেরা তার অপব্যবহার করল। এইজন্যই তারা আজ মুছে গেছে। বিরোধী হিসেবে বিজেপির তুলনায় বাম কংগ্রেস তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য সেকথাও জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, বিধানসভায় প্রথম থেকেই ওদের দেখছি (সিপিআইএম) খারাপ-ভালো যাই হোক বিধানসভার নিয়ম-কানুন জানতেন ওরা। তর্ক বিতর্কে অংশ নিতেন। কিন্তু এখন যারা আছেন তারা কিছুই জানেন না। তাই ওরা না থাকলে বিধানসভা ভালো লাগেনা।