এই মুহূর্তে জেলা

একেবারে উলটপুরান , আজ বিডিওর বদলির দাবিতে ডেপুটেশান গোঘাটে।

আরামবাগ, ৯ জুলাই:- নাটকের পর নাটক। একদিকে বিডিওর বদলি রুখতে যখন পথ অবরোধ ও বিক্ষোভ চলে ঠিক বিপরীতভাবে পরেদিন দ্রুত বদলির দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কাছে বিডিওর বদলির দাবিতে ডেপুটেশন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট দুই নম্বর ব্লকে। এদিন গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারির নেতৃত্বে বিডিও অভিজিৎ হালদারের দ্রুত বদিলির দাবীতে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন হয়। এদিন গোঘাট দুই নম্বর ব্লক থেকে কয়েক হাজার মানুষ আসেন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে।

এরপর তিন সদস্যের একটি প্রতিনিধি দল আরামবাগ মহকুমা শাসকের কাছে যান এবং ডেপুটেশন জমা দেন।এই বিষয়ে গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারির জানান,উনি জনমুখী কাজ কোনও দিনই করেননি। সরকারি প্রকল্পগুলি সঠিক ভাবে মানুষের কাছে পৌচ্ছাননি। এদিন গোঘাট দুই নম্বর ব্লকে একদিকে বদলি রুখতে গোঘাটবাসীর একাংশের আন্দোলন আর অন্যদিকে দ্রুত বদলি করাতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন। সবমিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।