কলকাতা, ৮ জুলাই:- বিজেপি রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি জানিয়েছে। দলের প্রবীণ বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী আজ বিধানসভায় চলতি অর্থবছরের বাজেট প্রস্তাব এর উপরে আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটের সঙ্গে আসল খরচের বিস্তর ফারাক রয়েছে বলে দাবি করেন। কেন এই পার্থক্য তা জানতে অডিটর জেনারেল কে দিয়ে অডিট করার দাবি জানিয়েছেন তিনি। রাজ্যে বর্তমানে যে ৪৭ টি সরকারি প্রকল্প চলছে সেগুলির সুবিধাভোগী কারা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অশোক লাহিড়ী। বিভিন্ন প্রকল্পে কত মানুষ সুবিধা পাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে, কীভাবেই বা প্রকল্প গুলি চালানো হচ্ছে বাজেটে তার কোনো দিশা খুঁজে পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেছেন।
প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকারের কত অনুদান রয়েছে বাজেটে তারও কোন উল্লেখ নেই বলে তিনি জানান। রাজ্য সরকার ভিন রাজ্যে কর্মরত এখানকার এগারো শতাংশ পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেনি বলে বিজেপির অপর বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেছেন। গত মে মাস পর্যন্ত রাজ্যে ষোলটি চটকল বন্ধ হয়ে যাওয়ায় পঞ্চাশ হাজার মানুষ কর্মহীন হয়েছেন বলে তিনি জানান। আলোচনায় অন্যান্যদের মধ্যে তৃণমূল কংগ্রেসের তাজমুল হোসেন, সমীর জানা, অপূর্ব সরকার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী অংশ নেন। পরে ধ্বনি ভোটে বাজেট প্রস্তাব সভায় গৃহীত হয়।