আরামবাগ, ৮ জুলাই:- সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হলো হুগলির আরামবাগে। এদিন আরামবাগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পাঁচ বছর পুর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। আরামবাগ পুলিশ, ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সচেতনতা মুলক মিছিল হয়। মিছিলটি আরামবাগ শহর পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, আরামবাগ ট্রাফিকের আধিকারিক অমিয়পালসহ অন্যান্য আধিকারিক ও ট্রাফিক কর্মীরা।
এই বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পাঁচ বছর উপলক্ষ্যে আরামবাগ মহকুমার প্রতিটি থানাতেই আমরা এই সচেতনতা মুলক কর্মসূচি করেছি। পাশাপাশি পথচলতি মানুষকে মাক্স বিতরণ করার পাশাপাশি যারা হেলমেট পড়েনি তাদের হেলমেট দেওয়া হয়েছে। সবমিলিয়ে এদিন আরামবাগ পুলিশ প্রশাসনের এই সচেতনতা মুলক কর্মসূচিকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।