এই মুহূর্তে কলকাতা

বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ৬ জুলাই:- ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে আজ রাজ্যপালের ভাষণের ওপর সভায় আলোচনা চলছে। কিন্তু অধিবেশনের শুরুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই আলোচনার অনুমতি না দেওয়ায়, বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হই হট্টগোলে সভার কাজ কিছুক্ষণ ব্যাহত হয়।

পরে শুভেন্দু অধিকারী বলেন শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু। শ্যামা প্রসাদের জন্যই আমরা ভারতে থাকার সুযোগ পেয়েছি। তিনটে জিনিস আমরা পেয়েছি এই বিধানসভায়, বাম এবং কংগ্রেস মুক্ত বিধানসভা, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের দল ৭৭ আসন পেয়ে এসেছে।মানুষকে ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে এখানে পৌঁছাতে পেরেছি। শুভেন্দু বাবুর বক্তব্যে শব্দ চয়ন নিয়ে আপত্তি স্পিকারের। রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখুন। বললেন স্পিকার। প্রতিবাদের কাগজ ছিড়ে ওয়াক আউট বিজেপির। ধ্বনি ভোটে গৃহীত নিন্দা প্রস্তাব।