এই মুহূর্তে জেলা

রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি বাস চালক মালিকদের।

হাওড়া, ৫ জুলাই:- গত কয়েক মাসে ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। আর সেকারণে যাত্রী ভাড়া বৃদ্ধি না হওয়ায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ হাওড়ার বাস চালক মালিকদের। এমনিতেই করোনার জেরে বাসে যাত্রী সংখ্যাও তলানিতে এসে ঠেকেছে। রাজ্য সরকারের কাছে তাই ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছেন বাস চালক মালিকরা। তাদের দাবি, বেসরকারি বাস মিনি বাস কম চলায় যেভাবে অনেক বেশি ভাড়া গুনে অন্য গাড়িতে যাত্রীদের এখন অফিসে যেতে হচ্ছে, বাস চললে যাত্রীরা বাসের অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে আগ্রহী।

কিন্তু রাজ্য সরকার ভাড়া বাড়াতে রাজি নয়। বাসের ফেয়ার চার্টও করা হচ্ছে না। এতে সমস্যায় পড়েছেন তাঁরা। বাস না চললে সংসার চলবে কিভাবে। শুধু পেট্রোপণ্যই নয়, পাল্লা দিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম। রাজ্য সরকারের কাছে তাদের দাবি, ভাড়া বৃদ্ধি করতে হবে। গতবছর লকডাউনের জেরে এমনিতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবারও কার্যত লকডাউনের জন্য ক্ষতি হয়েছে। এরপর ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে যাত্রী ভাড়া না বাড়লে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাস চালকরা।