এই মুহূর্তে কলকাতা

বাজেট অধিবেশন দিয়ে আজ শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভা।

কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল বিজেপি ডেপুটি স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছে।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার হচ্ছেন। এদিকে করোনা অতিমারীর কারণে পারস্পরিক দূরত্ব বিধি বজায় রেখে অধিবেশন কক্ষের আসন বিন্যাস বদল করা হয়েছে। তাই গভর্নর্সগ্যালারি দর্শকদের জন্য বরাদ্দ দোতলার গ্যালারি, সাংবাদিকদের জন্য নির্ধারিত থাকা স্থানেও বিধায়কদের বসার ব্যাবস্থা করা হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করে তৃনমূল কংগ্রেস পরিষদীয় দল হুইপ জারি করেছে।