হুগলি, ১ জুলাই:- ১ লা জুলাই মানেই স্টেট ব্যাঙ্ক দিবস।এই জন্য সারা রাজ্য জুড়ে পালিত হলো স্টেট ব্যাঙ্ক দিবস। সেই মতো স্টেট ব্যাঙ্কের হুগলির আরামবাগ শাখাও এই দিনটি মর্যাদার সাথে পালন করে।ব্যাঙ্ক দিবস উপলক্ষে করোন পরিস্থিতি পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে বৃক্ষরোপন কর্মসূচি নেয়।বৃহস্পতিবার সকালে আরামবাগের বয়েজ হাইস্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আরামবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ডের আরামবাগ হাইস্কুল মাঠের ধারে ধারে গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপন প্রসঙ্গে চিফ ম্যানেজার সুধাকর কুমার জানান, আমরা ‘বর্তমান পরিস্থিতির কথা ভেবে ব্যাঙ্ক ডে’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে। এই উদ্যোগটা আমাদের চলতে থাকবে। গাছ থাকলে তবেই আমরা থাকবো।এই জন্য আমরা স্টেট ব্যাঙ্কের আরামবাগ শাখার উদ্যোগে সমস্ত কর্মীবৃন্দদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।সবমিলিয়ে আরামবাগের স্টেট ব্যাঙ্কের কর্মীদের এই উদ্যোগকে প্রশংসা করে স্থানীয় মানুষ।