এই মুহূর্তে কলকাতা

ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের।


কলকাতা, ১ জুলাই:- কসবায় জাল ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের। বৃহস্পতিবার মধ্য হাওড়ার পঞ্চাননতলা রোড অবরোধ করে তারা। হাওড়া পুরসভার ৩ নম্বর বরো অফিসের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। বামেদের তরফে এদিন জানানো হয়, ভুয়ো ভ্যাকসিন আজ দেবাঞ্জন দেবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তারই প্রতিবাদে এসএফআই অবরোধ করেছিল। সেই অবরোধকারীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়। তারই প্রতিবাদে গত বুধবার গোটা রাজ্যে আমরা ডেপুটেশন দেওয়া এবং প্রতিবাদ করেছি। এদিন রাস্তায় নেমেছি যাতে ভুয়ো ভ্যাকসিন থেকে সাধারণ মানুষ যাতে সতর্ক থাকতে পারেন। সেইজন্য যেখানে যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই সকল স্থানে প্রতিবাদ করছি।

সাধারণ মানুষ জানেন না তিনি যে ভ্যাকসিন নিয়েছেন সেটা সঠিক না বেঠিক। এসএফআই সুপ্রিমকোর্টে মামলা করেছিল। বিনা পয়সায় সাধারণ মানুষকে টিকা দিতে হবে। সেই মামলায় এস এফআই জয়লাভ করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পয়সা দিয়ে টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে। সত্যিই কি টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে তা নিয়েই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ জারি থাকবে। মানুষ বিনা পয়সায় যাতে সঠিক টিকা পায়, টিকাকরণ যাতে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক। কারণ দেখা যাচ্ছে বিশেষ করে কাউন্সিলররা কুপন বিলি করে ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু সকাল থেকে লাইন দিয়ে মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। তারই প্রতিবাদেই পথে নেমেছি। এই ঘটনার সঙ্গে সরকার সরাসরি যুক্ত আছে বলে মনে হয়। সাধারণ মানুষ যাতে সবাই ন্যায্য ভাবে টিকা পায় সেই ব্যবস্থা করতে হবে।