এই মুহূর্তে কলকাতা

চোরাশিকার ও কাঠ পাচার বন্ধ করতে বনরক্ষদের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের।

কলকাতা, ২৮ জুন:- চোরাশিকার ও কাঠ পাচারের মত অপরাধের ঘটনায় লাগাম টানতে রাজ্য সরকার বনরক্ষক দের অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এজন্য সাড়ে ৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব বনদপ্তর এর তরফ থেকে অর্থ দপ্তরকে পাঠানো হয়েছে। ওই টাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মোটরবাইক, স্পিড বোট, স্যাটেলাইট ফোনের মত বিভিন্ন সাজ সরঞ্জাম কেনা হবে বলে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। আকাশপথে নজরদারি চালানোর জন্য ড্রোন কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন উত্তরবঙ্গের জলদাপাড়া গরুমারা বক্সা এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন ও অন্যান্য জঙ্গলে নজরদারির ব্যবস্থা উন্নত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের অরণ্য গুলিতে যেখানে চোরাশিকার ও কাঠ পাচারের অভিযোগ সবথেকে বেশি সেখানে বনরক্ষীদের আধুনিক অস্ত্র শস্ত্র দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তরের ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। পুরনো দিনের ১২ বোরের পিস্তল এবং রাইফেলের বদলে বনরক্ষীদের হতে আধুনিক ৯ মিলিমিটার পিস্তল এবং এস এল আর রাইফেল তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বনরক্ষীদের শূন্যপদ পূরণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যে বর্তমানে ২২শ জনের মত বনরক্ষী রয়েছেন। প্রায় দু হাজার বনরক্ষী পদ খালি রয়েছে।