কলকাতা, ২৮ জুন:- রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জরুরী ভিত্তিতে রাজ্যের শিল্প পার্কগুলির পরিকাঠামো সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হয়েছে। রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের অধীন সংশ্লিষ্ট শিল্প উদ্যানগুলিতে জমি, শুল্ক এবং পরিকাঠামো সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যে এই পদক্ষেপ। এর ফলে শিল্পপার্ক গুলিতে বিনিয়োগের প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। রাজ্যের শিল্পপার্ক গুলিকে নিয়ে সম্প্রতি নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদির সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।
বৈঠকে অর্থসচিব মনোজ পান্ত, এমএসএমই সচিব রাজেশ পান্ডে এবং বিভিন্ন বণিকসভার প্রতিনিধি এবং ডাব্লুবিএসআইডিসিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে রাজ্যে বর্তমানে ডাব্লুবিএসআইডিএল-এর আওতায় প্রায় ৫৬ টি শিল্প উদ্যান রয়েছে। তবে শুল্ক, যোগাযোগ, পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার জন্য সমস্ত জায়গায় প্রত্যাশিত বিনিয়োগ লাভ সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং বণিকসভা গুলির সমন্বয়ের মাধ্যমে এই সব সমস্যার আশু সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।