কলকাতা, ২৪ জুন:- রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে আজ সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। তাই করো না আরো একটু না কমলে ট্রেন চালানো সম্ভব নয়।তবে তিনি দাবি করেন, ট্রেন বন্ধ থাকলেও পণ্য পরিবহণে সে ভাবে সমস্যা হচ্ছে না। কারণ, সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহণে ছাড় দেওয়া রয়েছে।
লোকাল ট্রেনের দাবিতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবারও লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে উত্তাল হল শিয়ালদহ দক্ষিণ শাখা। বুধবারেও বিক্ষোভ চলে মল্লিকপুর স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সংবাদমাধ্যমের কর্মীদেরও উপরও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তবে আরো কতদিন লোকাল ট্রেন বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।