এই মুহূর্তে কলকাতা

বর্ষায় কলকাতায় জল জমার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের ওপর জোর দিল রাজ্য সরকার।


কলকাতা, ১৯ জুন:- বর্ষায় কলকাতা কে জল জমার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের ওপর জোর দিল রাজ্য সরকার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ খালগুলিকে সংস্কার করা হবে। আজ ইএম বাইপাস সংলগ্ন কেপিটি খাল ও সন্তোষপুর মনি খাল পরিদর্শন করবেন সেচ দপ্তর ও পুরসভার আধিকারিকরা। শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যসচিব, সেচ দপ্তরের প্রধান সচিব, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, পুরসভার কমিশনার কে নিয়ে শহরের খালগুলির বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কলকাতা পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় দুদিনের বৃষ্টিতে যেভাবে দীর্ঘ সময় জল দাঁড়িয়ে ছিল তার জন্য শহরের খালগুলি সবথেকে বেশি দায়ী বলে আলোচনায় উঠে এসেছে। তাই শহরের চারপাশে গুরুত্বপূর্ণ আট টি খাল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। সংস্কারের কাজ এই বছরের মধ্যে শেষ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।