এই মুহূর্তে জেলা

দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা।


মহেশ্বর চক্রবর্তী, ১৮ জুন:- লাগাতার বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা। যে সমস্ত বাঁধ সংলগ্ন এলাকায় বন্যার জল ঢুকে গেছে সে সমস্ত দুর্গত মানুষেরা অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করে। কিন্তু দুর্গতদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।স্কুল বাড়ি ও ত্রান শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আরামবাগ মহকুমা প্রশাসন।হুগলি জেলার মধ্যে অতি বর্ষনের ফলে আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুড়শুড়ার বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দ্বারকেশ্বর নদীর জল আরামবাগ শহরের দুই নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়া,

বারো নম্বর ওয়ার্ড, আটারো নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড সহ অন্যান্য জায়গাতেও জল ঢুকতে করতে শুরু করে। দমকলের আধিকারিকরা পাম্প চালিয়ে জল বের করে। এলাকায় জল প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে যান আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, পৌরপ্রশাসক স্বপন নন্দী ও দমকল বিভাগের আধিকারিকরা। এদিন বন্যার পরিস্থিতি দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি চালায় মহকুমা প্রশাসক। পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য যে ক্যাম্প গুলি হয়েছে সেই সমস্ত ক্যাম্প গুলি ঘুরে ঘুরে দেখেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং ও পৌর প্রশাসক স্বপন নন্দী। পাশাপাশি সেই সমস্ত বন্যা দুর্গত মানুষদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।