এই মুহূর্তে কলকাতা

রাজ্যপাল বদলালে রাজ্যের সঙ্গে পরামর্শ করতে হয়, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ওকে প্রত্যাহার করার জন্য – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৭ জুন:- রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কার্যকলাপ নিয়ে তিনি যে বিরক্ত সে কথা আজ গোপন করেননি মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা আজ বলেন, ‘আমার কিছুই বলার নেই, সবাই যা বলছে সেটাই আমার কথা। বাচ্চা ছেলে হলে বোঝানো যেত। উনি কার সঙ্গে দেখা করবেন সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাজ্যপাল নিযুক্ত করার সময় আমায় জিজ্ঞাসা করা হয়নি, তাই আমি কিছু বলতে পারব না ওরাই বলবে সবটা।’

এদিন সাংবাদিকদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় অনেকে বলছেন ঠিক করছেন না রাজ্যপাল। তার উত্তরে মমতা বলেন, সবার বলাটাই আমার বলা। একটা বাচ্চাকে বকে চুপ করানো যায়। কেন মুখ খোলাচ্ছেন? স্পিচ ইস সিলভার, সায়লেন্স ইস গোল্ডেন। রাজ্যপাল কেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন সে ব্যাপারেও তার কোনো বক্তব্য নেই বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মমতা বলেন, উনি কার সঙ্গে দেখা করবেন ওঁর ব্যাপার। উনি তো ওদেরই লোক। রাজ্যপালের অপসারণ জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,আসা-যাওয়ার গান ওরাই গায়। রাজ্যপাল বদলালে রাজ্যের সঙ্গে পরামর্শ করতে হয়। আমি তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, ওঁকে প্রত্যাহার করে নেওয়ার জন্য।