এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর চিঠি প্রকাশ্যে আসায় রাজ্যপালের সমালোচনায় রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

কলকাতা , ১৬ জুন:- এদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া তার চিঠি প্রকাশ্যে নিয়ে আসায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপালের কড়া সমালোচনা করেছে। পাশাপাশি রাজ্যপাল চিঠিতে আইন শৃঙ্খলা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মন্তব্য করেছেন তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিয়ে জানানো হয় রাজ্যে যে সময় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সময় আইন-শৃংখলার ভার নির্বাচন কমিশনের হাতে ছিল। কিন্তু রাজ্যের মন্ত্রীসভা দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে টুইট এ জানানো হয়েছে