এই মুহূর্তে জেলা

করোনা বিধি মেনে বুধবার থেকে খুলছে মল , খোলার আগে স্যানিটাইজের ছবি দেখা গেল হাওড়ায়।

হাওড়া, ১৫ জুন:- ১৬ জুন বুধবার থেকে খুলতে চলেছে শপিং মল। কোভিড পরিস্থিতিতে কার্যত লকডাউনের জেরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে করোনা বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই খুলবে শপিং মল। মল খোলার সরকারি নির্দেশ আসার পর মঙ্গলবার সকাল থেকেই হাওড়ার এক অভিজাত শপিং মলেও শুরু হয়েছে মল খোলার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি। মলে ঢোকা বেরোনোর রাস্তাগুলিতে ছড়ানো হয় জীবাণুনাশক স্প্রে। শপিং মলের ভিতরে থাকা এস্কেলেটারগুলিও এদিন স্যানিটাইজ করা হয়। ক্রেতা বিক্রেতাদের যাবতীয় কোভিড বিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশ মেনেই নির্দিষ্ট সময়ে মল খোলা হবে। কর্মীদের হাজিরা এবং ক্রেতাদের উপস্থিতির ক্ষেত্রেও সরকারি নির্দেশ মানা হবে। কর্মীদের টীকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

মলের তরফ থেকে জানানো হয়, সরকারি গাইডলাইন মেনে জীবাণুমক্ত করে, কর্মীদের করোনার টিকা দিয়ে তারপরে মল খোলা হচ্ছে। নির্ভয়ে মানুষ এখানে আসতে পারবেন। সরকারি নির্দেশ অনুযায়ী মল খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ফুড কোর্ট খোলা থাকবে দুপুর ১২ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। এর পাশাপাশি ২৫ শতাংশ কর্মী এবং ৩০ শতাংশ ক্রেতা নিয়ে মল চালু হবে। ইতিমধ্যেই মল স্যানেটাইজ করা হয়েছে। নেওয়া হয়েছে বিভিন্ন রকমের সতর্কতামূলক ব্যবস্থা। দূরত্ব বজায় রাখার জন্য মাইকে ঘোষণা করা হবে। এছাড়া সমস্ত স্পর্শযোগ্য জায়গাগুলি বিশেষভাবে মুড়ে রাখা হয়েছে। ক্রেতাদের জন্য দূরত্ব মেনে চলার পাশাপাশি মলে এলে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হবে। মলে আসতে গেলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।