এই মুহূর্তে কলকাতা

তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত ।

কলকাতা, ১৫ জুন:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোন হাসপাতালে কত পি আই সি ইউ এবং কোথায় এস এন সি ইউ ইউনিট করা হবে তা নিয়ে দপ্তরের তরফে সব জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় তিন মাস থেকে বারো বছর বয়সী শিশুদের সামান্য উপসর্গ থাকলে কভিদে আক্রান্ত মহিলা ওয়ার্ডের এক হাজারটি শয্যায় ভর্তি করার কথা বলা হয়েছে।

এসএনসিইউর কুড়ি শতাংশ শয্যা একদিন থেকে নব্বই দিনের শিশুদের জন্য বরাদ্দ রাখা হবে। তৃতীয় ঢেউয়ের ধাক্কার আগেই তেরশো পি আই সি ইউ শয্যার ব্যবস্থা করতে হবে বলেও জেলা স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নার্সদের কোভীড সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। শিশুদের ব্রেস্ট ফিডিং সংক্রান্ত নিয়মাবলীও এই প্রশিক্ষণে নার্স এবং স্বাস্থ্য কর্মীদের জানানো হবে। এই সংক্রান্ত প্রশিক্ষণ আগামী মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আগস্ট মাসের মধ্যে কভিড সুরক্ষা বিষয়ক যাবতীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী জেলা স্বাস্থ্য দপ্তরগুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।