সুদীপ দাস , ১২ জুন:- দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীললতাহানির অভিযোগে গ্রেফতার জুটমিল কর্মী। অভিযুক্তকে সমর্থনের অভিযোগ স্থানীয় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়ার ২০নম্বর ওয়ার্ডে। অবিযোগ গত বুধবার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের কর্মী মোহন রাজভর(৪০) প্রতিবেশী ওই কিশোরীকে জোর করে নিজের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। অভিযোগ ঘটনার পর থেকেই মোহন ও তাঁর পরিবারের লোকেরা থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি দিচ্ছিলো।
অভিযুক্তের পক্ষে ছিলো স্থানীয় বিজেপি কাউন্সিলর দীপঙ্কর বিশ্বাস ওরফে মন্টু বলে অভিযোগ। কিন্তু স্থানীয়রা নির্যাতিতা কিশোরীর পাশে দাঁড়ানোয় শুক্রবার এবিষয়ে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত মোহনকে। শনিবার ধৃতকে পক্সো আইনে চুঁচুড়া আদালতে তোলা হয়। ধৃতের উপযুক্ত শাস্তির আর্জি জানায় স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এই ঘটনায় স্থানীয় বিজেপি কাউন্সিলরের নাম জড়ানোর বিষয়টিকে আমল দিতে নারাজ জেলা বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন এধরনের ঘটনাকে বিজেপি কোনদিন সমর্থন করে না। আইন আইনের পথে চলবে।