সুদীপ দাস, ১০ জুন:- গত ৭তারিখ পান্ডুয়া গ্রামীন হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটে। চিকিৎসক শিব শঙ্কর চক্রবর্তীকে বেধরক মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে ৮ তারিখ কর্মবিরতি পালন করে পান্ডুয়া হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। ঘটনায় বুধবারই সেখ আলি মহম্মদ এবং সেখ ইরসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনা নিয়েই পান্ডুয়া হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পরলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন সাংসদ আসার খবর মেলায় আগেভাগেই পান্ডুয়া গ্রামীন হাসপাতালের সামনে তৃণমূল কর্মীরা জমায়েত হয়।
সেখানে লকেট চ্যাটার্জী আসতেই সাংসদের গাড়ি ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন পান্ডুয়ার তৃণমূল নেতা মাধব ঘোষ। ঘটনাস্থলে পুলিশ থাকলেও বিক্ষোভ ভয়াবহ হয়ে ওঠে। পুলিশের সামনে পান্ডুয়া মন্ডল বিজেপির সাধারন সম্পাদক সুদর্শন ঘোষকে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে এদিন হাসপাতালে না ঢুকে সাংসদের গাড়ি সেখান থেকে অন্যত্র রওনা দেয়। যদিও এবিষয়ে বিক্ষোভের নেতৃত্বে থাকা পান্ডুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাধব ঘোষ বলেন সাংসদকে আমরা বিগত ৩বছর দেখতে পাইনি। আজ উনি এখানে রাজনীতি করতে আসছেন এটা আমরা চাইনা। তাই আমরা ওনাকে চলে যেতে বলেছি। তবে সাংসদের গাড়িতে ধাক্কা বা মারধরের অভিযোগ অস্বীকার করেন মাধব বাবু।