হাওড়া , ৮ জুন:- ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল অঞ্চল পরিদর্শনে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ মঙ্গলবার আকাশপথে দিঘা ও তার পার্শবর্তী এলাকা পরিদর্শনে গেলেন। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেন তাঁরা। উল্লেখ্য, রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছান ৭ সদস্যের ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবারও ঘূর্ণিঝড় ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে রিপোর্ট সংগ্রহ করবেন তাঁরা।
সোমবার থেকে তিন দিনের সফরে তাঁরা ঘুরে দেখছেন দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ ইয়াস বিধ্বস্ত এলাকগুলি। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন আধিকারিকরা। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে। এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এই দলে রয়েছেন কৃষি মন্ত্রক ও খাদ্য মন্ত্রকের প্রতিনিধিরাও। বুধবার তাঁরা দিল্লি ফিরে যাবেন।