হাওড়া, ৫ জুন:- ফুটপাতে পড়ে থাকা অসহায় বৃদ্ধাকে উদ্ধার। চিকিৎসার জন্য পাঠানো হলো হাসপাতালে। গত কয়েকদিন ধরে রাস্তার ফুটপাতই ছিল তাঁর আশ্রয়। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার ফুটপাতে পড়ে থাকা বয়স্কা মহিলাকে শেষপর্যন্ত উদ্ধার করে আপাতত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকালে ওই বৃদ্ধাকে হাওড়ার রামগোপাল মঞ্চের সামনে রাস্তার ফুটপাত থেকে উদ্ধার করা হয়। পুরসভার স্বাস্থ্য দফতরের তরফ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য নিজে এ ব্যাপারে উদ্যোগে নেন। মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার নাম বেদানা দাস বলে জানা গেছে। তবে তিনি অসুস্থ থাকায় নিজের বাকি পরিচয় জানাতে পারেননি। সূত্রের খবর, তাঁকে ছেলেরা রাস্তায় ফেলে চলে যায়। তারপর তাঁকে কেউ গাড়ি করে হাওড়া ফ্লাইওভার চত্বরে রেখে চলে যান। গত কয়েকদিন ধরে প্লাস্টিক পেতে হাতে পুঁটলি নিয়ে এভাবেই দিন কাটছিল তাঁর। ভাস্কর ভট্টাচার্য এদিন হাসপাতালের সুপারের সঙ্গেও কথা বলেন। আপাতত ওনার হাসপাতালেই চিকিৎসা চলবে। সুস্থ হলে ওনাকে পরিচয় জেনে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।