হাওড়া , ৫ জুন:- ছাত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষক।গৃহশিক্ষকের হাতে প্রহৃত হল তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। পড়া ঠিকমতো না পারায় ওই ছাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীর বাবা নিশ্চিন্দা থানায় অভিযোগ করলে পুলিশ গৃহশিক্ষককে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার রাজাপুর প্রফুল্লনগরে। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রাইভেট টিউশন পড়তে গৃহশিক্ষকের কাছে গিয়েছিল ছাত্রীটি।
এরপর বাড়ি ফিরে সে কান্নাকাটি শুরু করে। জানায় তার শিক্ষক তাকে প্রচন্ড মারধর করেছে। তাকে চড়, কিল, ঘুষি মারা হয় বলেও অভিযোগ।এতে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীটি। অভিযোগ, ঘটনার পরেও অভিযুক্ত গৃহশিক্ষক ছাত্রীর কোনও খোঁজখবর নেবার প্রয়োজন মনে করেননি। উল্টে থানায় অভিযোগ করায় হুমকি পর্যন্ত দেন। অভিযোগ তুলে নেবার জন্য চাপ দিতে থাকেন এমনই জানান ছাত্রীর বাবা। পুলিশ অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আটক করেন গৃহশিক্ষককে। পরে তাকে গ্রেফতার করা হয়।