কলকাতা, ৩ মে:- রাজ্যে কোভিড টিকাকরণে আরো গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বণিকসভা ও ব্যবসায়ী সংগঠনগুলিকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। পাশাপশি করোনা মোকাবিলায় জেলার হাট-বাজারগুলি নিয়মিত স্যানিটাইজেশনে সহায়তা করতেও তিনি বণিকসভাগুলিকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন। নবান্নে আজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সার্বিক টিকা করনের লক্ষ্যে সরবরাহ ব্যবস্থা যাতে নিয়মিত থাকে তা দেখার জন্য একটি সাধারণ ব্যবস্থাপক ক্ষেত্র বা কমন পুল তৈরির কথা বলেছেন। তিনি বলেন এই পদ্ধতিতে ব্যবসায়ী সংগঠন নিজেদের সদস্যদের টিকাকরণ এর জন্য প্রয়োজনীয় টিকার অর্থমূল্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিলে রাজ্য সরকার সেই টাকায় টিকা কিনে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের মধ্যে বন্টন করবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে । রোজ রাজ্যে ৬০-৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এই কর্মসূচিকে আরো গতিশীল করতে ব্যবসায়ী সংগঠনের সহায়তা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন,কলকাতার বিভিন্ন বাজারে টিকাকরণ শুরু হয়েছে। জেলাগুলিতেও এই কাজ হওয়া দরকার। বিভিন্ন সংস্থা এ ব্যাপারে এগিয়ে এলে ভালো হয়। বিশেষ করে সুপার স্প্রেডারদের টিকাকরণে বিশেষ জোর দিতে হবে। দুর্গত এলাকাগুলিতেও যাতে গানের সঙ্গে টিকাকরণ কর্মসূচিতে জোর দেয়া হয় তা দেখতে বণিকসভা গুলির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে তিনি জেলাশাসকের নির্দেশ দেন। রেশন দোকানের মালিক কর্মচারীদের পাশাপাশি এবার রাইস মিল এবং ফ্লাওয়ার মিল গুলির কর্মীদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি আজ ঘোষণা করেছেন।