এই মুহূর্তে কলকাতা

কঠোর বিধিনিষেধের মধ্যেও শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হলো হোটেল ও রেস্তোরাঁগুলিকে।

কলকাতা, ৩ মে:- রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে জারি থাকা কঠোর বিধিনিষেধের মধ্যে থেকে হোটেল-রেস্তোরাঁ গুলিকে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে। সমস্ত কর্মীদের টিকা দেওয়ার পরে বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রেস্তোরাঁগুলি খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। নবান্নে আজ বিভিন্ন বণিকসভা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি বলেন এর আগেই মিষ্টির দোকান গুলোকে নির্ধারিত সময়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে। এবার একইরকমভাবে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিধি মেনে নির্দিষ্ট সময় রেস্তোরাঁগুলি ব্যবসা করতে পারবে।

একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁ গুলিকে যথাসম্ভব অনলাইনে ব্যবসা করার ওপর জোর দিতে তিনি পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য কঠোর বিধিনিষেধে রেস্তোরাঁ গুলিকে শুধুমাত্র অনলাইন ডেলিভারির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখনই শপিং মল এবং কমপ্লেক্সগুলিকে খোলার অনুমতি দেওয়ার ব্যাপারে তিনি আপত্তি জানান। ১৫ জুন চলতি বিধিনিষেধের মেয়াদ শেষ হলে শর্তসাপেক্ষে সেগুলিকে খোলার অনুমতি দেয়া হবে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। একইসঙ্গে খুচরো দোকান খোলা রাখার সময় সীমা পরিবর্তনের প্রস্তাবেও তিনি আপত্তি জানান।