সুদীপ দাস , ১ জুন:- ২০২০ পর ২০২১ করোনায় থাবায় আবারও বন্ধ হয়েছে বাসের চাকা। ফলে চরম বিপাকে যাত্রী পরিবহনে অন্যতম শরিক বাস শ্রমিকরা। এহেন পরিস্থিতিতে মেলেনি কোন সরকারি সুবিধা। তাই এবারে বাস শ্রমিকদের কথা ভেবে আর্থিক অনুদানের ব্যাবস্থা করলো বাস মালিকরা। রাস্তায় গাড়ি বেরোয়নি তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সরকারিভাবে ভাড়া খেটেছে। সেই টাকা হাতে আসার পর কোনভাবে সংসার চালাচ্ছেন মালিকরা। কিন্তু শ্রমিকদের কি হবে? সে কথা ভেবেই হুগলী জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাস শ্রমিকদের হাতে অনুদান তুলে দেওয়া হলো। তবে অবশ্যই এই অনুদানের পুরো অংশটাই বাস সংগঠনের ফান্ড থেকে দেওয়া হয়েছে।
এবিষয়ে হুগলী জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি দেবব্রত ভৌমিক বলেন বাস শিল্পের অবস্থা তলানিতে ঠেকেছে। এহেন পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য সংগঠন বাস ভাড়া বৃদ্ধির দাবী তুললেও আমরা তা তুলছি না। তবে আমাদের দাবী তেলের দামের উপর থেকে সরকার অন্তত কিছুটা সেস প্রত্যাহার করুক। নাহলে বাস পথে নামার পরও আমাদের শিল্প বাঁচানো কঠিন। এদিন চুঁচুড়া বাসস্ট্যান্ডে মোট ২৫০জন বাস শ্রমিকদের হাতে ৫০০ টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। যা পেয়ে অন্তত দু’দিন সংসার চলবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা।