হুগলি , ১ জুন:- করোনা আবহে লকডাউন এখন আর নতুন কিছু নয়, নতুন কিভাবে বেঁচে থাকা যায় সেটাই। কারন করোনা যে প্রানঘাতি মহামারী তা শুধু নয়, রোগ প্রতিরোধ করতে গিয়ে গত দু বছর যেভাবে মানুষের জীবন থমকে গিয়েছে তা গরীব এবং নিম্নবিত্ত মানুষ হারে হারে টের পাচ্ছেন। আর সেই সব নিচুতলার মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন মুষ্টিমেয় কিছু মানুষ। তেমনই একটি উদ্যোগ শ্রীরামপুর এর সবুজ সৈনিক। দ্বিতীয় দফার লকডাউনের শুরু থেকে শ্রীরামপুর এর সাংসদ কল্যান বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় স্থানীয় কাউন্সিলর সন্তোষ সিং এলাকারই কিছু যুবক যুবতীদের নিয়ে শুরু করেছিলেন এই সবুজ সৈনিক এর দল। গত একমাসে যারা করোনা আক্রান্ত দের বাড়ীতে সব রকমের সাহায্যের পাশাপাশি
রোজ দিন একেবারে দিন আনা দিন খাওয়া মানুষদের নিত্য সেবার ব্যবস্থা করেছেন। শ্রীরামপুর স্টেশন লাগোয়া গোপীনাথ সুপার মার্কেটের সামনে বসিয়ে প্রায় দেড়শো মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আহামরি কিছু না হলেও ডাল ভাত,তরকারী আর কোনোও দিন মাছ বা ডিমের ঝোল ভাত পেয়ে সমাজের এই পিছিয়ে থাকা মানুষ ও তাদের পরিবার দুহাত তুলে আশীর্বাদ করছেন আমার আপনার ঘরের সবুজ সৈনিকদের। উদ্যোগ এখানেই থেমে নেই, সন্তোষ সিং এর আবেদন করোনা তাড়াতে বাড়ীতে থাকার নিদান থাকলেও সহ নাগরিকদের বাঁচাতে অন্তত রাস্তায় নামুন একটু ক্ষমতা থাকা মানুষরা, তাই নিজেদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী এই কঠিন পরিস্থিতিতে নিজেদের আনন্দের কথা না ভেবে এদের কথাও ভাবুন। সারা দিলে সব ব্যবস্থাই করবে সবুজ সৈনিক এর দল।