এই মুহূর্তে জেলা

সেফ হোমের উদ্বোধন আরামবাগে।

আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, এই সেফ হোমে মোট ২০টি বেড রয়েছে। পাশাপাশি এক জন চিকিৎসক ও দুই হেল্প ওয়ার্কার থাকছেন। বিদুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা করা হয়। অক্সিজেন পরিসেবা বজায় রাখার পাশাপাশি অন্তঃসত্তা মহিলা করোনা আক্রান্ত হলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে সকলের সহযোগিতা আমরা কাজ করছি। করোনা আক্রান্ত রোগিদের সঠিক পরিসেবা ও থাকার সুবন্দোবস্ত করার জন্য এই সেফ হোমের উদ্বোধন করা হয়। সবমিলিয়ে আরামবাগে সেফ হোমের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ।