আরামবাগ, ২৫ মে:- সেফ হোমের উদ্বোধন হল হুগলি জেলার আরামবাগ এক নম্বর ওয়ার্ডে। এদিন এই সেফ হোমের উদ্বোধন করেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা থেকে শুরু করে সঠিক পরিসেবা দেওয়ার জন্য সেফ হোমের উদ্বোধন হয়। জানা গিয়েছে, এই সেফ হোমে মোট ২০টি বেড রয়েছে। পাশাপাশি এক জন চিকিৎসক ও দুই হেল্প ওয়ার্কার থাকছেন। বিদুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা করা হয়। অক্সিজেন পরিসেবা বজায় রাখার পাশাপাশি অন্তঃসত্তা মহিলা করোনা আক্রান্ত হলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে সকলের সহযোগিতা আমরা কাজ করছি। করোনা আক্রান্ত রোগিদের সঠিক পরিসেবা ও থাকার সুবন্দোবস্ত করার জন্য এই সেফ হোমের উদ্বোধন করা হয়। সবমিলিয়ে আরামবাগে সেফ হোমের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ।
Related Articles
বিরোধী ঐক্য মজবুত করতে আগামী ২৩মে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল।
কলকাতা, ২১ মে:- ক্রমশ মজবুত হচ্ছে বিরোধী ঐক্য। অখিলেশ যাদব, নীতিশ কুমারের পর বিজেপি-বিরোধী জোট নিয়ে আলোচনা করতে আগামী ২৩ মে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৩ টেয় কলকাতায় দুই মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন […]
চিকিৎসকের জন্য বিচার চেয়ে পথে চন্ডীতলার দুই স্কুলের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়ারা।
হুগলি, ২৯ আগস্ট:- মশাট আপতাব মিত্র হাই স্কুল ও জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া এবং তাদের অভিভাবক প্রতিবাদ মিছিল করে।জঙ্গলপাড়া হাইস্কুল থেকে মশাট স্কুল পর্যন্ত। মশাট বাজারে বাস স্ট্যান্ডে রাস্তার দখল হয় বিক্ষোভ। আরজি করে যে অন্যায় হয়েছে তার বিচার নিয়ে আশাবাদী প্রতিবাদীরা। এবং এই লড়াই ততদিন চলবে যতদিন না দোষীরা শাস্তি […]
যাত্রা, মঞ্চ, লোকশিল্পীদের জীবন-জীবিকা স্বাভাবিক করতে সব রকমের সাহায্যের আশ্বাস সরকারের।
কলকাতা , ২১ নভেম্বর:- অতিমারীর আবহে দীর্ঘ দিন ধরে রুজি-রুটির সংকটের মধ্যে পড়েছেন রাজ্যের শিল্পী ও কলাকুশলীরা। এবার, সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যাত্রা, মঞ্চ, লোকশিল্পীদের জীবন-জীবিকা আরও স্বাভাবিক করতে রাজ্য সরকার তাদের সব রকমের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের যে কোনো ধরনের শিল্পী এবং শিল্পকর্মের সঙ্গে যুক্ত মানুষদের জীবনযাত্রা স্বাভাবিক করে আরো বেশি করে […]








