এই মুহূর্তে জেলা

বালিতে তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় অক্সিজেন পার্লার।


হাওড়া, ২১ মে:- বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় ও বালী কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে বেলুড় লালবাবা কলেজে চালু হল অক্সিজেন পার্লার। শুক্রবার সকাল ১০টায় এই অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি থানার আইসি সঞ্জয় কুন্ডু, উপস্থিত ছিলেন ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য এবং এই অক্সিজেন পার্লারের উদ্যোক্তা ভাস্করগোপাল চট্টোপাধ্যায়। ভাস্করগোপাল চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা স্থানীয় মানুষের সাহায্যের জন্য আপাতত ৬টি শয্যা নিয়ে এই অক্সিজেন পার্লার চালু করলাম। এখানে কোভিড আক্রান্ত বা হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছে এমন যে কোনও মানুষকে সুশ্রুষা দেওয়ার জন্য ২৪ ঘন্টা দিনে-রাতের পরিষেবার ব্যবস্থা থাকছে। প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। দেবাংশু ভট্টাচার্য বলেন, অতিমারির সময় যখন মানুষের পাশে দাঁড়ানোর কথা তা না করে সিবিআই দিয়ে মন্ত্রীদের তুলে নিয়ে সরকারের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।

আগেও প্রাণে মারার চেষ্টা করেছিল। পারেনি। বাংলা ঘুরে দাঁড়াবে। এই সময় মানুষের পাশে না থেকে বিজেপি রাজনীতি করছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। কেউ যদি যেচে ৭৭ থেকে ১৭ হতে চায় তার কিছু করার নেই। এই সংকটের সময় প্রত্যেককেই দরকার। যারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন সকলকেই স্বাগত। এটা এমন একটা সময় যেখানে দলীয় পতাকা নিয়ে প্রচার করা ঠিক নয় তাতেও মানুষের ভালো হলে ঠিক আছে। বাংলার মানুষের জন্য কিছু করতে গেলে মার্কেটিং করতে হবে এটা ঠিক নয়। মানুষের যদি ভাল হয় সবাই নিজেদের মতো করে কাজ করুন। মানুষ বিচার করবেন নিঃস্বার্থভাবে কে কাজ করেছে। এখানকার প্রশাসন থেকে বিভিন্ন সংগঠন সকলেই করোনা দূরীকরণের জন্য যে ভাবে কাজ করছেন আশা করা যায় বালির মানুষ এতে উপকৃত হবে। আপাতত অক্সিজেন পার্লার খোলা হয়েছে। এর মাধ্যমে মানুষ উপকৃত হবেন। ক্যাপাসিটি বাড়ানো ভবিষ্যতে আরও অক্সিজেন পার্লার করা সম্ভব হবে। আশা করছি বাংলা করোনার দ্বিতীয় ঢেউ এর প্রকোপ কমবে। সে ক্ষেত্রে এই অবস্থা থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হবেন মানুষ। বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় বলেন, অক্সিজেন পার্লার চালু হওয়ায় মানুষ উপকৃত হবেন।