এই মুহূর্তে জেলা

আইনজীবীকে চেম্বারে বেঁধে রেখে ডাকাতির চেষ্টা হাওড়ায়।

হাওড়া, ২১ মে:- হাওড়ায় এক সিনিয়র আইনজীবীর বাড়িতে ভরদুপুরে ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার দুপুরে হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডে ওই আইনজীবীর বাড়িতে ঘটনাটি ঘটে। চার পাঁচজনের দুষ্কৃতী দল আইনজীবীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে তান্ডব চালায় বলে অভিযোগ। আইনজীবীকেও চেম্বারে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। আইনজীবীকে মারধর, বাড়িতে ভাঙচুর পর্যন্ত করা হয়। তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। তবে বাড়ি থেকে কি কি জিনিস লুট করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আইনজীবী ছাড়াও তাঁর বিধবা কন্যা ও এক পরিচারক থাকেন। ঘটনার তদন্ত চলছে। তবে কোনও জিনিস দুষ্কৃতিরা নিতে পারেনি বলে পুলিশ দাবি করেছে।

ডাকাতির ব্যাপারে আইনজীবী মহম্মদ আরিফ জানান, ৮২ বছরের ওই সিনিয়র অ্যাডভোকেটের বাড়িতে এদিন ৪ জন দুষ্কৃতী আসে। তারা মাস্ক পরে এসেছিল। একেই লকডাউনে রাস্তা ফাঁকা। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে আসে। ঘরে ঢুকে আইনজীবীর মেয়েকে এবং বাড়ির কাজের লোককে বেঁধে ফেলে। সব ঘর তন্ন তন্ন করে চারিদিকে খোঁজার চেষ্টা করে। কিছু না পেয়ে তারা ভাঙচুর চালায়। এরপর আইনজীবীকেও বেঁধে অজ্ঞান করে দেয়। পরে জ্ঞান ফিরলে সকলকে ফোন করে ডাকেন তিনি। এমন ঘটনা আগে এলাকার ঘটেনি। এই ঘটনার পর তাঁরা থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে আইনজীবীর বিধবা কন্যা জানিয়েছেন বাড়িতে ৪ জন আসে। প্রত্যেকের মুখের মাস্ক ছিল। তারা ব্যাগ থেকে ছুরি বার করে গলায় ঠেকিয়ে ভয় দেখায়। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। হাত-মুখ বেঁধে ফেলে। মুখে মাস্ক থাকায় তাদের চেনা চিনতে পারা যায়নি।