কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব এবং কমিশনারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন কোন পরীক্ষাই বাতিল করা হবে না। রাজ্যে করনা পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে পরীক্ষার দিনক্ষণ কবে হবে সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও এই বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষামন্ত্রী জানান। উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী মাসে এই দুই পরীক্ষা হওয়ার কথা ছিল। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হবে বলে পর্ষদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
Related Articles
জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি করে দেওয়ার অনুমতি না মেলায় রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা, ১০ এপ্রিল:- নির্বাচন কমিশন রাজ্যকে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়ি নতুন করে গড়ে দেওয়ার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস পুনরায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে। রাজভবনের বাইরে অভিষেক সাংবাদিকদের বলেন, দুপুরেই কমিশনের তরফে রাজ্য […]
হোলি কে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা,২৪ ফেব্রুয়ারি:- হোলি কে কেন্দ্র করে আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সমস্ত মন্ত্রীদের নিজের নিজের কেন্দ্র থাকার ও নির্দেশ দেন তিনি। হোলি কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন কে সমস্ত রকম বেবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন দফতরে প্রায় 2500 নতুন নিয়োগ […]
চলন্ত বাসের টায়ার পাংচার ঘটে বিপত্তি। ওই অবস্থাতেই ছুটল বাস। আটক চালক।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- রবিবার ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে টায়ার ফেটে মিনিবাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই ঘটনায় দুই শিশু-সহ অনেক যাত্রী আহত হয়েছিলেন। বাসের রিসোলিং টায়ারের জন্যই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তারপরেও চালকদের টনক নড়েনি। বুধবার বিকেলে দেখা গেল টায়ার পাংচার অবস্থায় যাত্রী নিয়ে একটি মিনি বাসকে দ্রুত গতিতে ছুটে যেতে। হাওড়ার […]