এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই হবে স্থগিত হওয়া চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , জানালেন শিক্ষামন্ত্রী।


কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব এবং কমিশনারের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন কোন পরীক্ষাই বাতিল করা হবে না। রাজ্যে করনা পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে পরীক্ষার দিনক্ষণ কবে হবে সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও এই বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষামন্ত্রী জানান। উল্লেখ্য সূচি অনুযায়ী আগামী মাসে এই দুই পরীক্ষা হওয়ার কথা ছিল। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হবে বলে পর্ষদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।