এই মুহূর্তে জেলা

হাওড়া শহরের নিকাশি ও সাফাই নিয়ে পুরকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অরূপ রায়ের।


হাওড়া, ১৮ মে:- বিশেষত বর্ষায় বা বছরের অন্যান্য সময়ে ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমার সমস্যা হাওড়ায় দীর্ঘদিনের। আগামী বর্ষার আগে হাওড়া শহরের এই সমস্যা সমাধানে মঙ্গলবার শরৎ সদনের সেমিনার হলে এক জরুরি বৈঠকে বসেন পুরকর্তারা। হাওড়া শহরের নিকাশি নালা ও সাফাই বিভাগের গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়, পুর কমিশনার ধবল জৈন, প্রশাসকমন্ডলীর সদস্য বিধায়ক গৌতম চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য সহ পুর এলাকার বিভিন্ন বরো’র ইঞ্জিনিয়াররা। নিকাশি, সাফাই বিভাগের অন্যান্য সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। প্লাস্টিক ব্যবহার কীভাবে কমানো যায় তা নিয়েও সাধারণ মানুষের সচেতনতার উপর বৈঠকে আলোচনা হয়। এদিন বৈঠক শেষে অরূপ রায় সাংবাদিক সম্মেলন করে বলেন, “হাওড়া শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে।

জল জমার সমস্যা হাওড়ায় দীর্ঘদিনের। আগে সমস্যা কিছুটা  মিটেছিল। এখন অনেক সমস্যা থেকে গিয়েছে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে আজকে বৈঠক হয়েছে। মূলত ড্রেনেজ এবং কঞ্জারভেন্সি দপ্তরের আধিকারিকরা, সকল বরো ইঞ্জিনিয়ারদের নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে জল জমার সমস্যা যাতে না থাকে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে হাওড়া পুরনিগম। সেই অনুযায়ী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায় আগামীদিনে সেই সমস্যার সমাধান হবে। হাওড়ায় পানীয় জলের সমস্যা দূর করতে হাওড়ার নতুন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করা হচ্ছে। এর জন্য টেন্ডারও হয়ে গেছে যে জায়গায় তৈরি করা হচ্ছিল সেখানে পোর্ট ট্রাস্ট এর অনুমতি না মেলায় রিজার্ভার এর ইনটেক তৈরির কাজ করতে দেরি হল। পোর্ট ট্রাস্ট যখন কাজ না করার জন্য জানায়, ততদিনে বেশ কিছুটা কাজ এগিয়ে গিয়েছিল। না হলে অনেক আগেই তৈরি হয়ে যেত। কেএমডিএ এই কাজ করছে। জল আসা এবং জল সরবরাহ এই দুটি কাজ এখন বাকি আছে।”