আরামবাগ , ১৮ মে:- আরামবাগে চাঞ্চল্যকর ঘটনা। মহারাজের কুকীর্তি ফাঁস। এক কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে। এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের যুবতির। ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায়। অভিযোগকারী যুবতীর দাবী ফোনে যৌনতার প্রস্তাব দেন ওই সাধু মহারাজ। কঠোর শাস্তির দাবী তুলে তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতি। জানা গিয়েছে, আরামবাগের ভালিয়া এলাকায় অবস্থিত ভালিয়া সারদা সংঘ নামে এক সাধু মহারাজ থাকতেন। তাঁর নাম স্বামী তজ্জপানন্দ মহারাজ।
তিনি কলেজ পড়ুয়া ওই যুবতিকে যৌনতার প্রস্তাব দেন বলে অভিযোগ। হোয়াইট অ্যাপেও যৌনতার প্রলোভন মুলক লেখা পাঠাতেন বলে অভিযোগ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাধু মহারাজের কুকীর্তি ফাঁস হতেই আশ্রম কর্তৃপক্ষ তাকে তাড়িয়ে দেন। পাত্তারা গুটিয়ে আশ্রম থেকে পালিয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে সাধু মহারাজের ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেনি। যদিও সংবাদ মাধ্যমের কাছে তিনি তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে। যদিও পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। সবমিলিয়ে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।