এই মুহূর্তে জেলা

রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগ।

আরামবাগ, ১৭ মে:- আবারও রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত আরামবাগের মলয়পুর। এদিন সকাল থেকে তৃনমুল ও বিজেপির মধ্যে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে মলয়পুরের বাগ পাড়ায়। পুলিশ এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে আরামবাগ থানায় নিয়ে আসে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরের তৃনমুল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ মলয়পুরের বাগ পাড়া এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অপরদিকে তৃনমুলের অভিযোগ এদিন সকালে বিজেপির কয়েক আশ্বিত দুষ্কৃতি তৃনমুলের দুই জন কর্মীকে মারধর করে। এরপরই এলাকায় বোমাবাজি শুরু হয়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বোমা উদ্ধারের পাশাপাশি বোমাবাজির চিহ্ন দেখা যায় রাস্তায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এই বিষয়ে আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায় বলেন, এদিন সকালে তৃনমুলের দুই কর্মী বাজার করতে গেলে বিজেপির কর্মীরা তাদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। তাদের বাঁচাতে গেলে আরও দুই জন আহত হয়। গুরুত্বর অবস্থায় দুই জন তৃনমুল কর্মীকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রার্থমিক চিকিৎসা চলছে। লকডাউনের মধ্যেই মারধর করছে বিজেপি। অপরদিকে আরামবাগ বিধায়ক মধুসুদন বাগ বলেন, সবই মিথ্যা ঘটনা সাজানো হচ্ছে। বিজেপি কর্মীদের মারধর করে ঘর ছাড়া করা হচ্ছে। পাশাপাশি মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আটক করার নাম করে বিজেপি কর্মীদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে। সবমিলিয়ে আবার রাজনৈতিক উত্তেজনা আরামবাগের মলয়পুরে।