এই মুহূর্তে জেলা

বাঁশবাড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের স্বামী সহ গ্রেপ্তার ৪।

সুদীপ দাস , ১৭ মে:- টানা কয়েকদিন ফেরার থাকার পর অবশেষে গ্রেপ্তার সত্যরঞ্জন শীল (সোনা)। ঘটনায় সত্যরঞ্জনের দেহরক্ষী সুমন বন্দ্যোপাধ্যায় সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত চারজনকেই আগামীকাল চুঁচুড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। গত ১১ই মে বাঁশবেড়িয়া পুরসভার তৎকালীন প্রশাসনিক কমিটির সদস্য তথা বর্তমান পুরপ্রশাসক আদিত্য নিয়োগী গুলিবিদ্ধ হন চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলায়। ঘটনার পরই অভিযোগ ওঠে তৎকালীন পৌর প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীলের বিরুদ্ধে। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বাঁশবেড়িয়া শহর। ভাঙচুর করা হয় সোনার বাড়ি সহ একাধিক সম্পত্তি ও তাঁর দেহরক্ষী ভোলার বাড়িও।

তখন থেকেই পুলিশের খাতায় ফেরার ছিলো সোনা শীল। ঘটনার তদন্তে নেমে পুলিশ বেলতলা মোড়ে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজের জন্য কম্পিউটারের হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে। এরপর শুরু হয় তদন্ত। ইতিমধ্যে রাজ্য সরকার অরিজিতাকে সরিয়ে প্রশাসকের পদে বসান আদিত্যকে। যদিও আদিত্য বর্তমানে সুস্থ হলেও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে রবিবার সোনা ও তাঁর দেহরক্ষী ভোলাকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে বাকি দুজনের মধ্যে একজন গুলি চালিয়েছে বলে পুলিশের দাবি। অন্য একজন সন্দেহজনক।