এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতায় রিষড়ায় মানুষের পাশে গ্রীন ভলান্টিয়ারের সদস্যরা।

তরুণ মুখোপাধ্যায় , ১৬ মে:- করোনার মহামারী থেকে মানুষকে সচেতন করতে, এবং মানুষের পাশে দাঁড়াতে রিষড়ায় তৃণমূল নেতা ও কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে গঠিত করল গ্রীন ভলেন্টিয়ার্স নামে একটি সংগঠন। রবিবার সকালে এই সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে মানুষকে সচেতন করার বার্তা দেন। রিষড়া পুরসভার কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী ও অভিজিৎ দাস জানান যেভাবে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ এসে পড়েছে আমাদের রাজ্যে তা থেকে মানুষকে সাহায্য করতে এই সংগঠন তৈরি হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান কালে বহু মানুষ এই মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তাদের অবস্থা একেবারে দিশেহারা। অক্সিজেন, হসপিটালের বেড ডাক্তার, ওষুধ পত্র ভ্যাকসিন এর জন্য ছুটে বেড়াচ্ছেন হন্যে হয়ে। আর এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে গ্রীন ভলেন্টিয়ারদের বার্তা আপনারা আতঙ্কিত হবেন না। করোনার বিধি মেনে জীবন যাপন করুন।

পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে যদি কোনরকম সাহায্যের প্রয়োজন পড়ে আমাদের গ্রীন ভলেন্টিয়ার সৈনিকরা পথে আছে, যেকোন প্রয়োজনে তাদের ফোন করুন সঙ্গে সঙ্গে তারা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে। টেলিমেডিসিন এবং ডাক্তারের ব্যবস্থা তারা করবেন। গ্রীণ ভলেনটিয়ারের পক্ষ সমীরণ বসু নির্দিষ্ট কিছু ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে ফোন করলেই পাওয়া যাবে সহযোগিতা। তবে সমস্ত করতে গেলে সহ নাগরিকদেরও সংবেদনশীল হতে হবে। কারণ দেখা যাচ্ছে যদি কোন পাড়ায় কোন বাড়িতে কারোর যদি করোনা হয় তো আশপাশের কিছু মানুষজন নানা ধরনের কটুক্তি করছেন। এবং তাদের পাশে দাঁড়াবার পরিবর্তে তারা তাদের বিরক্ত করছেন, এতে অহেতুক ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এ থেকে তাদের বিরত থাকার আবেদন জানিয়েছেন গ্রীণ ভলেন্টিয়ার্স এর সৈনিকরা। কারণ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব। আর মানুষই যদি মানুষের পাশে না থাকে তাহলে এই মানব সমাজ ধ্বংস হবে। একথাটা মানুষকেই মনে রাখতে হবে।