কলকাতা , ১৫ মে:- করোনা সংক্রমণ মোকাবিলায় আজ থেকে রাজ্যে কঠোর বিধিনিষেধ জারি হলেও টিকাকরণ এর কাজ যথারীতি চালু থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে বলেন টিকাকরণ জরুরি পরিসেবার আওতায় পড়ার জন্য কাল থেকে সব টিকাকরণ কেন্দ্র পূর্বের সময় মেনেই খোলা থাকবে। তবে যারা টিকা নিতে যাবেন কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে বলে তিনি জানিয়েছেন। সেই ক্ষেত্রে গাড়ি চলাচলের জন্য ছাড় দেওয়া হবে।রাজ্য করোনা মোকাবিলায় এখন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চলছে টিকাকরণ। আগামীকাল থেকে লকডাউন লাগু হলে কীভাবে চলবে সেই কাজ? যদিও সেই প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করেছে নবান্ন।
টিকাকরণ যেহেতু জরুরি পরিষেবার আওতায় পড়ে তাই সেই কাজে ছাড়পত্র রয়েছে। টিকাকরণ কেন্দ্র গুলি চালু থাকবে, সকলেই গিয়ে টিকা নিতে পারবেন কিন্তু নিজের উদ্যোগে গাড়ি ভাড়া করে যেতে হবে কেন্দ্র গুলিতে। হাসপাতাল গুলিতে ডাক্তার, নার্সদের আনার দায়িত্ব কর্তৃপক্ষের। যেহেতু জরুরি পরিষেবায় যারা কাজ করেন তাতে ছাড়পত্র দেওয়া হয়েছে তাই ডাক্তার, নার্সরা নিজস্ব বা অফিসের গাড়িতে করে যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে। যিনি টিকা নেবেন নিজস্ব গাড়ি বা অটো-ট্যাক্সি নিয়ে করোনা বিধি মেনেই নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যেতে পারবেন। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে। যাদের বাড়ির কাছে টিকাকেন্দ্র রয়েছে তারা হেঁটে কিংবা সাইকেল-বাইকে যেতে পারবেন টিকা কেন্দ্র তাতে কোনও অসুবিধা নেই।