হাওড়া , ১৪ মে:- হাওড়ার বালিটিকুরি কোভিড হাসপাতালে নানান সমস্যা নিয়ে অভিযোগ উঠছিল বারে বারে। রোগীর পরিজনেরা তো বটেই, এমনকি হাসপাতালে কর্মরত নার্সরাও বিক্ষোভ দেখিয়েছিলেন অব্যবস্থার বিরুদ্ধে। এমনকি কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাসপাতালের গ্রুপ ডি কর্মীরাও। এবারে সেই বালিটিকুরি কোভিড হাসপাতালের সুপারকে বদলি করে দেওয়া হলো। ওই হাসপাতালে তৈরি করা হলো রোগী কল্যাণ সমিতিও। বৃহস্পতিবার হাওড়া পুরসভায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। তিনি জানান, বালিটিকুরি ইএসআই হাসপাতালে সমস্যা ছিল। ওখানে সুপার বদল করা হয়েছে। নতুন অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে। আমরা প্রস্তাব দিয়েছি ওখানকার স্থানীয় বিধায়ককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করে দেখভাল করতে।