এই মুহূর্তে জেলা

ভর দুপুরে নৈহাটি স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে বোমাবাজি,শাসক-বিরোধী তরজা।

ব্যারাকপুরঃ , ১ মে:- শনিবার ভর দুপুরে নৈহাটি স্টেশন লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি করল দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এদিন দুপুরে পৌনে বারোটা নাগাদ নৈহাটি স্টেশন লাগোয়া,পুরসভার উল্টো দিকে তৃণমূল নেতা বিষ্ণু অধিকারীর দলীয় অফিসে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী বলেন, বিজেপি এলাকায় সন্ত্রাসের বাতাবরন সৃষ্টি করতে এই বোমাবাজি ঘটনা ঘটিয়েছে। আগামীকাল ভোট গনোনা। তাই বিজেপি বুঝতে পরেছে যে ওরা হারতে চলেছে। সন্ত্রাসের ওপর ভিত্তি করেই ওরা রাজনীতি করে। তাই গনোনার আগে ওরা এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। তৃণমূল নেতার আরও অভিযোগ,শুধু দলীয় কার্যালয়ে বোমাবাজিই করেই ওরা ক্ষ্যান্ত হয়নি। পাশাপাশি ওরা এলাকার মহিলাদের ভয়ও দেখিয়েছে।

তাছাড়া বোমার আঘাতে একজন দলীয় কর্মীও জখম হয়েছেন। তার দাবি ইতিমধ্যেই বিজেপির তিন-চারজনকে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা নৈহাটির বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্র। তার অভিযোগ,ভোটের পরদিন থেকেই নৈহাটি উতপ্ত। এমনকি ভোটের আগেও নৈহাটির বুকে গুলি চলেছে। তিনি আরও বলেন,তৃণমূল পরিকল্পিত ভাবে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে বোমাবাজি করেছে,যাতে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা যায়। তার দাবি আগামীকাল ভোট গনোনা। যে সমস্ত বিজেপি কর্মীরা গনোনা কেন্দ্রে যাবেন তারা যাতে ভয়ে গনোনা কেন্দ্রেন যেতে না পারেন,সেই জন্যই তৃণমূল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। তার দাবি সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা কে দোষী আর কে নির্দোষ। ফাল্গুনীদেবীর আরও অভিযোগ,অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হলেও পুলিশ তাদের গ্রেফতার করে নি। উল্টে নির্দোষ বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে।